Skip to content
Home » Products & Services » কংক্রিট ব্লক বা সিমেন্ট ব্রিক তৈরির মেশিন | Concrete Block Making Machine from Italy or China

কংক্রিট ব্লক বা সিমেন্ট ব্রিক তৈরির মেশিন | Concrete Block Making Machine from Italy or China

As you know, hollow blocks are becoming increasingly popular worldwide because of the environment-friendliness as well as high durability and speed of construction.
Block making machine
We supply concrete block making machine in Bangladesh. Concrete block is environment friendly and cost effective building blocks. The government of Bangladesh is encouraging the production and use of concrete blocks in all kinds of construction works. This will save the environment of the country.
The cost of the project is also cheaper than clay bricks production projects. The cost of blocks are also less than that of clay bricks.
Block machine
২০২০ সালের মধ্যে পোড়ামাটির ইট তৈরি ও ব্যবহার বন্ধ করার পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য শিগ্রই আইন হতে যাচ্ছে। প্রাথমিক ভাবে প্রচলিত ইটখোলাগুলোকে প্রথম বছর ২০%  কংক্রিট ব্লক তৈরি করতে বাধ্য করা হবে। পরবর্তী বছর ৫০% ব্লক তৈরি করতে হবে তাদের। তিন বছরে ১০০% কংক্রিট বা সিমেন্ট ব্লক তৈরি করতে হবে ইটখোল মালিকদের। আর এভাবেই পরিবেশ বিধংসী মাটির ইট তৈরি ও ব্যবহার বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশে। বিকল্প হিসাবে আসছে কংক্রিট ব্লক, যা পরিবেশ বান্ধব, ভুমিকম্প সহনশীল ও সাশ্রয়ী।

আমরা বাংলাদেশে কংক্রিট ব্লক তৈরির মেশিন সরবরাহ করে থাকি। আমাদের মেশিনগুলো উন্নতমানের, ইতালি ও চা্য়নায় তৈরি। আমাদের মেশিনগুলো কিনলে আপনি পাবেন ফ্রি ইনস্টলেশন ও বিক্রয়োত্তর সেবা।
আপনার মেশিনের জন্য আজই যোগাযোগ করুন।

Why Block Making Machine is important for Bangladesh?

Within 2020 the red clay bricks will be completely forbidden in Bangladesh by Government. Law is being made soon on this regard. Primarily, the brick field owners have to produce 20% concrete bricks along with red clay clay brick this year. Next year, they have to produce 50% concrete block along with red clay bricks. In third year, they must have to produce 100% concrete block or cement bricks. No red clay bricks will be used for government works this year.